সীতাকুণ্ডে ১১ জন কলেজছাত্রী নিয়ে খাদে পড়ে গেল লেগুনা
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের শেখপাড়া এলাকায় ১১ জন কলেজ শিক্ষার্থী নিয়ে যাত্রীবাহী একটি লেগুনা খাদে পড়ে গেছে। এতে লেগুনায় থাকা সব শিক্ষার্থী আহত হয়েছে। আজ সোমবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা ছাত্রীদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাঁদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাত্রীদের সবাই উপজেলার ছোট দারোগারহাট তাহের মঞ্জুর কলেজের শিক্ষার্থী। স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা গেছে, লেগুনাটি পৌরসভার শেখ পাড়া এলাকা অতিক্রম করার সময় অপর একটি মিনিবাস লেগুনাটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়। তাঁদের উদ্ধারে স্থানীয় লোকজন এগিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, দুর্ঘটনায় আহত ১১ ছাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।