মাদক মামলায় ৪ বছরের সাজা মাথায় নিয়ে ইয়াবাসহ আটক

র‍্যাব সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নাজমুল ইসলাম নামের এই ব্যক্তিকে ১ হাজার ৩৫টি ইয়াবাসহ রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভা বাজার থেকে আটক করা হয়েছেছবি: র‍্যাবের সৌজন্যে

মাদক মামলায় চার বছরের সাজা নিয়ে পলাতক ছিলেন এক যুবক। এই অবস্থায় আবারও মাদকসহ আটক হয়েছেন তিনি। এবার তাঁর কাছ থেকে ১ হাজার ৩৫টি ইয়াবা ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মো. নাজমুল ইসলাম ওরফে বাবু (৩৫)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার পাশুন্ডিয়া গ্রামের আনসার আলীর ছেলে। আজ শনিবার ভোরে পবা উপজেলার কাটাখালী পৌরসভা বাজার থেকে তাঁকে আটক করে র‍্যাব। দুপুরে র‍্যাব–৫–এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীটির একটি দল জানতে পারে রাজশাহীর কাটাখালী বাজারে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে র‍্যাবের গোয়েন্দা দল ওই ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণে অভিযান পরিচালনায় নাজমুলকে আটক করে। পরে তাঁর শরীর তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানিয়েছে, নাজমুল রাজশাহীর চারঘাটের মাদক সম্রাট নামেও পরিচিত। এর আগে তিনি একবার র‍্যাবের কাছে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন। সেই মামলায় জেল থেকে জামিনে মুক্তি পেয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। ওই মামলাসহ তাঁর নামে আরও ১৩টি বিভিন্ন ধরনের মাদকের মামলা আছে। একাধিক ওয়ারেন্টে তাঁর চার বছরের সাজার রায় হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক টেকনাফ ও অন্যান্য স্থান থেকে সংগ্রহের পর রাজশাহী নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছেন।

ইয়াবা উদ্ধারের ঘটনায় কাটাখালী থানায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এ মামলায় নাজমুল ইসলামকে কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।