টানা দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

শীত উপেক্ষা করে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায়ছবি: রাজিউর রহমান

দুই দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীত জেঁকে বসায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৯৭ শতাংশ; প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ৮-৯ কিলোমিটার। সকাল থেকে চারদিকে ছিল ঘন কুয়াশায় ঘেরা। সকাল ৯টার পর উঁকি দিয়েছে সূর্য। এরপর ধীরে ধীরে দেখা মিলছে মিষ্টি রোদের।

গতকাল বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এ দিন সকালে দেখা মিলেছিল সূর্যের। দিনভর হালকা রোদ থাকায় বিকেলে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের ভাষ্য, দেশের কোনো এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস থাকলে তাকে বলে অতি তীব্র শৈত্যপ্রবাহ। ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে বলা হয় তীব্র শৈত্যপ্রবাহ। ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে মাঝারি এবং ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ। সে হিসেবে তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

দেশের উত্তরের এই জনপদে প্রতিদিন সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে উত্তরের হিমেল বাতাস। রাতভর ঝরতে থাকা কুয়াশায় অনুভূত হচ্ছে কনকনে শীত। আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে আছে চারদিক। বইছে উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাস। সড়ক ও মহাসড়কে যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। রাতভর টিপটিপ বৃষ্টির মতো ঝরা কুয়াশায় ভিজে গেছে পিচঢালা পথ। সকালের হাড়কাঁপানো শীতের মধ্যেই গায়ে শীতের কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছেন কাজের সন্ধানে। শিক্ষার্থীরা যাচ্ছে স্কুলে। কৃষকেরা কেউ কেউ কাজ করছেন ফসলের খেতে।

সকাল ৯টার দিকে জেলা শহরের হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক মামুনুর রশীদ বলেন, ‘সকালে এত কুয়াশা বাড়ি তকা (থেকে) বাইর হয় কিচ্ছু দেখা যায় না। শীতোতে (কুয়াশায়) কাপড়চোপড় ভিজে গেইছে। এ্যানং ঠান্ডা হাত-পাও জড়ো হয় আচ্চে।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, টানা দুই দিন ধরে তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এ এলাকার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তেঁতুলিয়ার আকাশ মেঘমুক্ত। ঘন কুয়াশার সঙ্গে হিমালয়ের হিম বায়ু সরাসরি তেঁতুলিয়ায় প্রবেশ করায় এখানে রাতভর কনকনে শীত অনুভূত হচ্ছে।