নেত্রকোনায় সংঘর্ষে আহত ব্যক্তির ১১ দিন পর মৃত্যু
নেত্রকোনার খালিয়াজুরিতে মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হওয়ার ১১ দিন পর এক ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম আবদুস সালাম (৫৫)। আজ রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ এপ্রিল উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামে রাস্তায় মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় আহত হয়েছিলেন সালাম। তিনি ইউনিয়নের পাঁচহাট গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও থানা–পুলিশ সূত্রে জানা গেছে, ২ এপ্রিল পাঁচহাট বড়হাটি গ্রামের একটি রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে একই গ্রামের আলী জাহান চৌধুরী ও শরিফ মিয়ার লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষে অন্তত ৪০ জন আহত হন।
আহতদের মধ্যে আবদুস সালামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে আজ সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।