রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কা, শিশুর মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে বিবি খাদিজা আকতার (৫) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের রফিকুল ইসলাম চেয়ারম্যানের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালক মুহাম্মদ মাহবুব আলমকে (৪০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
খাদিজা আকতার বুড়িশ্চর ইউনিয়নে বাবা–মায়ের সঙ্গে থাকত। প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটি রাস্তা পার হতে গেলে তাকে ধাক্কা দেয় একটি ব্যাটারিচালিত অটোরিকশা। এতে মাথায় আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয় তার। স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা দুইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারীর মদুনাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, শিশুটি সড়ক পার হতে গিয়ে ব্যাটারি রিকশার ধাক্কায় ছিটকে পড়ে মাথায় গুরুতর জখম হয়ে মারা গেছে। চালককে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় পরিবারের সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।