ময়মনসিংহে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত
ময়মনসিংহের ভালুকায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত এবং চালক আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজেলার চান্দারাটি নদীর পাড় এলাকার আবদুল ওয়াদুদের ছেলে মনির হোসেন (৪০) ও সাতেঙ্গা এলাকার আবদুল হাইয়ের ছেলে মো. হামিদ (৩০)। আহত হয়েছেন অটোরিকশার চালক ধলিয়া এলাকার আহমদ মিয়ার ছেলে শাহজালাল (৪০)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকাগামী একটি যাত্রীবাহী অটোরিকশা ভালুকা-গফরগাঁও সড়কের গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাহিন্দ্রা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী মনির হোসেন মারা যান। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা মো. হামিদকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালক শাহজালাল প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান বলেন অটোরিকশা, মাহিন্দ্রা ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাক্টরটি আটক করা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।