নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভার মেয়র হলেন বিএনপির সাবেক নেতা আবুল বাশার

আবুল বাশার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে সাবেক বিএনপি নেতা আবুল বাশার ওরফে বাদশা মেয়র পদে বিজয়ী হয়েছেন। কাঞ্চন পৌরসভার সদ্য সাবেক মেয়র ও পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের চেয়ে প্রায় সাড়ে চার হাজার ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন।

আবুল বাশার কাঞ্চন পৌরসভা বিএনপির সাবেক সহসভাপতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে নির্বাচনে অংশ নিয়ে তিনি দল থেকে বহিষ্কৃত হন। এই নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও দেশের চারটি বৃহৎ শিল্পগোষ্ঠীর প্রকাশ্য সমর্থন পান।

বুধবার দিনভর ভোট শেষে রাত সাড়ে আটটায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী আবুল বাশার মোবাইল ফোন প্রতীকে ১৬ হাজার ৯৩৯ ভোট পেয়ে মেয়র পদে বিজয়ী হয়েছেন। জগ প্রতীকে রফিকুল ইসলাম পেয়েছেন ১২ হাজার ৪০৪ ভোট।

ঘোষিত ফলাফল অনুযায়ী ৪০ হাজার ৭৯৮ জন ভোটারের মধ্যে ৭২ দশমিক ৩৩ শতাংশ ভোটার ভোট দিয়েছে।

এর আগে বুধবার সকাল ৮টায় প্রতি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে কাঞ্চন পৌরসভা নির্বাচন শুরু হয়। সকালে ভোটের শুরু থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি দেখা যায়। আষাঢ়ের ভ্যাপসা গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। বিকেল চারটায় ভোট শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল।

দিনভর ভোটে পৌরসভার ১৯টি কেন্দ্রের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্তত ১১টি কেন্দ্র সরেজমিনে ঘুরে কোথাও তেমন কোনো অনিয়ম চোখে পড়েনি। নির্বাচনের প্রার্থীরাও কোনো অনিয়মের অভিযোগ করেননি। তবে দিনভর ইভিএম বিড়ম্বনা ছিল চোখে পড়ার মতো।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ প্রথম আলোকে বলেন, ইভিএমের কিছু জটিলতা ছাড়া ভোট গ্রহণ শতভাগ সুষ্ঠু হয়েছে। কোনো প্রার্থীরই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই।