তিস্তায় গোসলে করতে নেমে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু
লালমনিরহাট সদর উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তালহা জুবায়ের (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার রাজপুর ইউনিয়নের জগৎবেড় গ্রামের তিস্তা নদীর ৫ নম্বর স্পার বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত তালহা জুবায়ের নীলফামারীর সৈয়দপুর উপজেলার দোলাপাড়া এলাকার আনজু মিয়ার ছেলে। সৈয়দপুরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি। তালহা সাঁতার জানতেন না বলে স্বজনেরা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজপুর ইউনিয়নের জগৎবেড় গ্রামে তালহার ফুফার বাড়ি। দুই দিন আগে ফুফাতো বোনের বিয়ে উপলক্ষে সৈয়দপুর থেকে লালমনিরহাটে আসেন তালহাসহ ১০-১৫ জন আত্মীয়। তালহার ফুফাতো বোন লাকি আক্তারের বিয়ে হয় কুড়িগ্রামের চিলমারী উপজেলায়। আজ দুপুরে কনের বাড়ির লোকজনের সেখানে যাওয়ার কথা ছিল। এর আগেই জগৎবেড় গ্রামের তিস্তা নদীর ৫ নম্বর স্পার বাঁধ এলাকায় গোসল করতে নামেন তালহা। কিন্তু সাঁতার না জানায় পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়।
তালহার স্বজনেরা জানান, জগৎবেড় গ্রামের কয়েকজনের সঙ্গে তিস্তায় গোসল করতে নেমে তালহা ও জুয়েল (২০) নামের একজনসহ তিনজন পানিতে তলিয়ে যান। তাঁদের মধ্যে স্থানীয় লোকজন জুয়েলসহ দুজনকে উদ্ধার করলেও তালহার হদিস মিলছিল না। পরে ঘটনাস্থল থেকে কিছু দূরে তালহাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। বেলা দুইটার দিকে তালহা ও জুয়েলকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁদের পরীক্ষা-নিরীক্ষা করে তালহাকে মৃত ঘোষণা করেন এবং জুয়েলকে হাসপাতালে ভর্তি করেন। জুয়েল সৈয়দপুর উপজেলার আনোয়ার হোসেনের ছেলে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।