সয়াবিন মজুতের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, ৬ হাজার লিটার উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া বাজারে অভিযান চালিয়ে সয়াবিন তেল মজুত করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রায় ছয় হাজার লিটার তেল উদ্ধার করা হয়
ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সয়াবিন তেল মজুত, নির্ধারিত মূল্যের বেশি দামে তেল বিক্রি ও তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করার অভিযোগে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচলিয়া বাজারের ওই তিন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে মজুত করা প্রায় ৬ হাজার লিটার তেল উদ্ধার করে ন্যায্যমূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।

আরও পড়ুন

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান দুপুরে প্রথম আলোকে বলেন, অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুত রাখা হয়েছে, এমন অভিযোগে আজ উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া বাজারের সততা স্টোরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ওই ব্যবসাপ্রতিষ্ঠানে মজুত করা প্রায় ৫ হাজার লিটার খোলা সয়াবিন তেল এবং প্রায় ১ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাঁচলিয়া বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা
ছবি: প্রথম আলো

মাহমুদ হাসান আরও বলেন, সততা স্টোরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে উদ্ধার করা তেল খোলাবাজারে বিক্রি করা হয়। পাশাপাশি পাঁচলিয়া বাজারের সাহা স্টোর ও সিয়াম স্টোরে সয়াবিন তেল মজুত ও তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করার অভিযোগে ওই দুই প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন