সুনামগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

দুই ছেলে ও শ্যালককে নিয়ে হাওরে ধানখেতের নাড়া সংগ্রহ করতে গিয়েছিলেন মকবুল খাঁ (৫০)। তখন বৃষ্টি হচ্ছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে এক ছেলেসহ মকবুল খাঁ মারা যান। অন্য দুজন গুরুতর আহত হয়েছেন। সুনামগঞ্জের শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামের পাশের হাওরে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃত অপরজন হলো মকবুল খাঁর ছেলে মাসুদ খাঁ (৯)। আহত দুজন হলো মকুবলের ছেলে রিপন খাঁ (১১) ও শ্যালক তানভীর হোসেন (৭)। তাদের চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় কয়েক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মকবুল খাঁ সকালে হাওরে কাটা ধানের ডাঁটা সংগ্রহ করতে দুই ছেলে ও শ্যালককে নিয়ে বাড়ির পাশের হাওরে যান। এ সময় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া ছিল। হাওরে থাকা অবস্থায় সকাল সাড়ে সাতটার দিকে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মকবুল খাঁ ও তাঁর ছেলে মাসুদ খাঁ মারা যান। পরে আহত অন্য দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন।

শাল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সাত্তার জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। মকবুলের পরিবারটি দরিদ্র। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব দেখে গেছেন। তাৎক্ষণিক মকবুলের পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও কিছু শুকনা খাবার দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে আছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।