সাংবাদিক নেতার বিরুদ্ধে আ.লীগ নেত্রীর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
ঝালকাঠি প্রেসক্লবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়। গতকাল বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসূমী সদর থানায় মামলাটি করেন।
আক্কাস সিকদার চ্যানেল২৪ ও যুগান্তরের ঝালকাঠি জেলা প্রতিনিধি। তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য। মামলায় অজ্ঞাতনামা আরও তিন–চারজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ১৫ জুলাই একজনের ফেসবুক পোস্টে আক্কাস সিকদার মন্তব্য করেন। সেখানে তিনি দুই মন্ত্রীকে ব্যঙ্গ করেন বলে বাদীর অভিযোগ।
মামলার বাদী শারমিন মৌসূমী বলেন, আক্কাস সিকদারকে গ্রেপ্তারের দাবি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণের দাবিতে আজ বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মানববন্ধন হবে।
সাংবাদিক আক্কাস সিকদার বলেন, ‘গত বছর এক নারীর চুল কেটে মারধর করা নিয়ে শারমিন মৌসূমীর বিরুদ্ধে আমি টিভি চ্যানেলে একাধিক সংবাদ পরিবেশন করি। সেই ঘটনায় করা মামলায় নির্যাতিত নারীর পক্ষে থাকায় শারমিন মৌসূমী ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করেছেন। আমি উচ্চ আদালতে যাব।’
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, আওয়ামী লীগের নেত্রীর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিবাদীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।