রংপুরে শুরু হলো মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট
রংপুরে শুরু হলো মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। মুজিব শতবর্ষ উপলক্ষে রংপুর সিটি করপোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় প্রথমবারের মতো এই খেলা হচ্ছে।
রোববার বেলা পৌনে একটায় কালেক্টরেট ক্রিকেট গার্ডেনে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা। এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহামুদ, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
প্রথম দিনে ঘাঘট গ্ল্যাডিয়েটরসের মুখোমুখি হয় বেগম রোকেয়া পাইওনিয়ার। ঘন কুয়াশার কারণে উদ্বোধনী খেলা নির্ধারিত সময়ে শুরু হতে দেরি হয়। এ কারণে ২০ ওভারের খেলা থেকে ২ ওভার কমিয়ে দেওয়া হয়। প্রথমে ব্যাট করতে নেমে ঘাঘট গ্ল্যাডিয়েটরস নির্ধারিত ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান করে। এর মধ্যে জাতীয় দলের খেলোয়াড় সোহাগ গাজী ২৭ বলে ৩০, মারুফ ৩০ বলে ২২ ও রাজিব ১০ রান করেন।
এরপর জয়ের জন্য বেগম রোকেয়া পাইওনিয়ার ব্যাট করতে নেমে ২ ওভার বাকি থাকতে ৪ উইকেটের বিনিময়ে ১১৮ রান করে। দলের পক্ষে জাতীয় দলের খেলোয়াড় জুনায়েদ সিদ্দিকী ২০ বলে ২১, পাপ্পু ৯ বলে ২৫ ও সাব্বির ১২ বলে ১৮ রান করেন।
এই টুর্নামেন্টে হাঁড়িভাঙ্গা কার্টার্স, তিস্তা থান্ডার্স, ঘাঘট গ্ল্যাডিয়েটরস, শ্যামাসুন্দরী দ্য বিউটি, তাজহাট ওয়ারিয়র্স, কেডি ক্যানেল ফাইটার্স, বেগম রোকেয়া পাইওনিয়ার ও চিকলি চ্যালেঞ্জারস নামের আটটি দল অংশ নিয়েছে।
উদ্বোধনী খেলায় বেগম রোকেয়া পাইওনিয়ারের সাব্বির হোসেনের হাতে উঠেছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। তার ব্যাট থেকে ১২ বলে এসেছে ১৮ রান। আর বোলিং করতে নেমে সাব্বির হোসেন ৩ ওভারে ১০ রান খরচ করে পেয়েছে ২ ইউকেট। খেলা শেষে সাব্বির হোসেনের হাতে পুরস্কার তুলে দেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান।
আজকের খেলা
আজ সোমবার দুটি খেলা রয়েছে। দিনের প্রথম খেলায় সকাল সাড়ে নয়টায় মাঠে নামবে নাসির হোসেনের চিকলি চ্যালেঞ্জারস ও আরিফুল হকের শ্যামাসুন্দরী দ্য বিউটি। দিনের অপর খেলা বেলা দুইটায়। ওই সময় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার আকবর আলীর নেতৃত্বে হাঁড়িভাঙ্গা কার্টার্সের মুখোমুখি হবে সাজেদুলের দল তিস্তা থান্ডার্স।
এই টুর্নামেন্টে আটটি দল অংশ নিয়েছে। এগুলো হচ্ছে হাঁড়িভাঙ্গা কার্টার্স, তিস্তা থান্ডার্স, ঘাঘট গ্ল্যাডিয়েটরস, শ্যামাসুন্দরী দ্য বিউটি, তাজহাট ওয়ারিয়র্স, কেডি ক্যানেল ফাইটার্স, বেগম রোকেয়া পাইওনিয়ার ও চিকলি চ্যালেঞ্জারস।