মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে চলে গেলেন পেট্রলে পোড়া তালার সেই গৃহবধূ

ভুক্তভোগী তামান্না খাতুন (১৮)
ছবি: সংগৃহীত

পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন সাতক্ষীরার তালা উপজেলার নববিবাহিত মাদ্রাসাছাত্রী তামান্না খাতুন (১৮)। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত বৃহস্পতিবার তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করা হয়।

তামান্নার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর ভাই কলেজছাত্র নাইমুর রহমান। এ ঘটনায় হওয়া মামলার আসামি সাদ্দাম হোসেন ও তুহিন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তালা উপজেলার বড় কাশিপুর গ্রামের মাদ্রাসাছাত্রী তামান্না খাতুনের সঙ্গে দুই মাস আগে পারিবারিকভাবে জেলা শহরের পুরোনো সাতক্ষীরার ঘোষপাড়া এলাকার ফারহাদ হোসেনের বিয়ে হয়। ঈদের পরদিন গত বুধবার স্বামী নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন তামান্না। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্বামী নিয়ে বাড়ির পাশের কপোতাক্ষ নদের তীরে বেড়াতে যান। রাত আটটার দিকে হঠাৎ একজন এসে তামান্নাকে জাপটে ধরে মুখ চেপে ধরেন। এরপর কয়েকজন তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় পাশে থাকা স্বামী ফারহাদ তামান্নাকে নিয়ে কপোতাক্ষ নদে ঝাঁপ দেন। চিৎকার শুনে আশপাশের মানুষ এসে তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই রাতেই তামান্নার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

তামান্নার ভাই কলেজছাত্র নাইমুর রহমান জানান, হাসপাতালে পাঁচ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে তাঁর বোন মারা গেছেন। আজ মঙ্গলবার আইনি প্রক্রিয়া শেষে বোনের মরদেহ গ্রামের বাড়ি তালা উপজেলার কাশিপুরে আনা হবে।

নাঈমুর রহমান আরও বলেন, কলারোয়া পৌরসভার সাদ্দাম হোসেন নামের এক মালয়েশিয়াপ্রবাসী ছেলের সঙ্গে তাঁর বোনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু গত আড়াই বছরেও দেশে না ফেরায় ভালো পাত্র পেয়ে তামান্নাকে দুই মাস আগে বিয়ে দেন মা-বাবা। এর মধ্যে সাদ্দাম দেশে ফেরেন। এ ছাড়া আবদুর রউফ নামের এক প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধ আছে তাঁদের। দুই পক্ষ মিলে তাঁর বোন তামান্না ও ভগ্নিপতি ফারহাদকে হত্যার উদ্দেশ্যে শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়েছে বলে তাঁরা ধারণা করছেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক লিটন হোসেন জানান, তামান্নার শরীরে পেট্রল ঠেলে আগুন দিলে মুখমণ্ডল ও শরীরের অধিকাংশ স্থান কমবেশি পুড়ে গিয়েছিল। চিকিৎসকেরা তাঁকে জানান, তামান্নার শরীরের ৪২ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁর স্বামী ফারহাদ হোসেনেরও ডান হাতের কিছুটা অংশ পুড়ে গেছে। তিনি আরও জানান, গত শুক্রবার রাতে তিনি ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে কথা বলেছিলেন তামান্নার সঙ্গে। তাঁর বর্ণনার সঙ্গে মামলার এজাহারের মিল রয়েছে। শুক্রবার রাতে দেখে মনে হয়েছিল তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান, শুক্রবার বিকেলে তালা উপজেলার পাটকেলঘাটা থানায় তামান্নার বাবা আবদুল হক বাদী হয়ে মালয়েশিয়াপ্রবাসী সাদ্দাম হোসেন এবং প্রতিবেশী আবদুর রউফের ছেলে ফিরোজ, মেয়ের জামাই আবদুল হামিদ ও সালাউদ্দিন, আত্মীয় রাজু আহমেদ ও তুহিন হোসেনের নাম উল্লেখ করে আরও তিনজনের বিরুদ্ধে মামলা করেন। ওই রাতে তুহিন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন রাতে গ্রেপ্তার করা হয়েছে মামলার প্রধান আসামি সাদ্দাম হোসেনকে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।