মাকে মাছ রান্না করতে দিয়ে ছেলে গেলেন ঘুমাতে, উদ্ধার হলো ঝুলন্ত লাশ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নিজ বাড়ি থেকে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কয়েস মিয়া (২২) ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে হাওর থেকে মাছ ধরে বাড়ি এসে নাস্তা করে নিজ কক্ষে বিশ্রামের জন্য যান কয়েস মিয়া। দুপুর ১২টার দিকে পরিবারের লোকজন তাঁকে খাওয়ার জন্য ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে বন্ধ দরজা ভেঙে দেখতে পান কয়েস গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সিলিংয়ে ঝুলে আছেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
কয়েস মিয়ার বাবা রহমত উল্লাহ জানান, সকালে হাওরে গিয়ে মাছ ধরে এনে তাঁর মাকে বলছে ঘুম থেকে উঠে সে মাছ দিয়ে ভাত খাবে। রান্নার পর তাঁকে ডাকতে গিয়ে দেখা যায়, তাঁর কক্ষ ভেতর থেকে লাগানো এবং কোনো সাড়াশব্দ নেই। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে ঝুলন্ত লাশ দেখা যায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুশংকর পাল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।