বোনকে উত্ত্যক্ত করতে বাধা দেওয়ায় ভাইকে কুপিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

জয়পুরহাট সদর উপজেলায় ছোট বোনকে উত্ত্যক্ত করতে বাধা দেওয়ায় বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পাঁচবিবি উপজেলার উঁচনাই গ্রাম থেকে অভিযুক্ত যুবক আবদুল হাকিমকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।

নিহত যুবকের নাম ময়নুল ইসলাম (২২)। তাঁর বাড়ি জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের জগদিসপুর গ্রামে।

চকবরকত ফাঁড়ির পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়নুল ইসলামের ছোট বোন শাকিরা খাতুনের সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে শাকিরা তাঁর বাবার বাড়িতে থাকেন। শাকিরাকে প্রতিবেশী বখাটে যুবক আবদুল হাকিম উত্ত্যক্ত করে আসছিলেন। শাকিরার বড় ভাই ময়নুলসহ পরিবারের সদস্যরা আবদুল হাকিমকে উত্ত্যক্ত করতে বারণও করেন। কিন্তু আবদুল হাকিম তাঁদের কোনো কথায় পাত্তা দিচ্ছিলেন না। ১৭ অক্টোবর সন্ধ্যায় শাকিরা খাতুন তাঁর মায়ের কাছে ২০ টাকা চান। তখন আবদুল হাকিম এ কথা শুনে শাকিরাকে লক্ষ্য করে এক শ টাকার নোট ছুড়ে দেন। আবদুল হাকিমের ওই এক শ টাকা নেননি শাকিরা। ময়নুল ইসলাম ঘটনাটি জানার পর শাকিরাকে উত্ত্যক্ত করতে আবদুল হাকিমকে আবারও বারণ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আবদুল হাকিম তাঁর বাড়ি থেকে ধারালো হাঁসুয়া এনে শাকিরাদের বাড়িতে গিয়ে ময়নুল, তাঁর মা ও পরিবারের পাঁচজন সদস্যকে কুপিয়ে জখম করেন। গ্রামবাসী এসে ময়নুলসহ আহত পাঁচজনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। পরে ময়নুলকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে ময়নুল মারা যান।

চকবরকত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান আলী প্রথম আলোকে বলেন, প্রতিবেশী বিবাহিত বখাটে যুবক আবদুল হাকিম প্রেম নিবেদনসহ শাকিরাকে উত্ত্যক্ত করতেন। এতে তাঁর বড় ভাই ময়নুল ইসলাম বাধা দিলে ধারালো হাঁসুয়া দিয়ে ময়নুলসহ তাঁদের পরিবারের পাঁচজন সদস্যকে কুপিয়ে জখম করেন আবদুল হাকিম। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়নুলের মৃত্যু হয়।

চকবরকত পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, ঘটনার পরদিন জয়পুরহাট সদর থানায় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছিল। আহত ময়নুল ইসলাম মারা যাওয়ার পর আবদুল হাকিম পালিয়ে যাওয়ার সময় আজ সকালে তাঁকে পাঁচবিবির উঁচনাই গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান প্রথম আলোকে জানান, মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত করা হবে। মামলার মূল আসামি আবদুল হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে।