বিদ্যুৎস্পৃষ্টে নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ভাইয়ের মৃত্যু

জাতীয় দলের নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার সঙ্গে ছোট ভাই পার্বণ চাকমা
ছবি: সংগৃহীত

রাঙামাটির কাউখালী উপজেলায় জাতীয় দলের নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ছোট ভাই পার্বণ চাকমা বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মগাছড়ি গ্রামে নিজ বাড়িতে গোসলের জন্য পাম্পের সাহায্যে পানি তোলার সময় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে কলেজ থেকে ফিরে পার্বণ চাকমা গোসল করার জন্য পানির পাম্প (মোটর) চালু করতে যায়। কিন্তু মোটর চালু করার পরও পানি উঠছিল না। তখন মোটরটি নাড়াচাড়া করতে গিয়ে বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় পার্বণ। তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে আটটার দিকে হাসপাতাল থেকে তার লাশ বাড়িতে আনা হয়। সে ঘাগড়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

ঋতুপর্ণার ভগ্নিপতি সোনা মণি চাকমা বলেন, কলেজ থেকে ফিরে গোসল করার জন্য পানি তুলছিল পার্বণ। তখন বিদ্যুতের তারে হাত লেগে এ দুর্ঘটনা ঘটে। আগামীকাল ঋতুপর্ণা ও পার্বণের ভোটার হওয়ার কথা ছিল। সে জন্য ঢাকা থেকে ছুটি নিয়ে বাড়িতে ফেরেন ঋতুপর্ণা।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে জাতীয় দলের নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ছোট ভাই পার্বণ চাকমার মৃত্যু হয়েছে। গোসলের জন্য পাম্পের সাহায্যে পানি তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।