নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে সুরাইয়া আক্তার (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা পেট্রলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া সুরাইয়া একই উপজেলার শিমুলজানি গ্রামের আবুল কাসেমের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সুরাইয়া কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। পাশের গ্রামে বাবার বাড়ি যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হন তিনি। পরে রেললাইন ধরে হাঁটতে থাকেন। সন্ধ্যায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনটি বাংলা এলাকায় পৌঁছালে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সুরুজ্জামান বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আহসানের উপস্থিতিতে সুরাইয়ার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।