নাটোরে বাবার বিরুদ্ধে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ
নাটোরের লালপুর উপজেলায় আজিজুর রহমান (৬৫) নামের এক বাবার বিরুদ্ধে তাঁর ছেলে আবদুল হাকিমকে (৪২) হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বড়ময়না গ্রামে এ ঘটনা ঘটে।
আবদুল হাকিমের স্ত্রী রিমা খাতুনের অভিযোগ, আজ বেলা সোয়া তিনটার দিকে আবদুল হাকিম ঈশ্বরদী পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ শেষে বাড়ি ফেরেন। এ সময় তাঁর বাবা আজিজুর রহমান এক ব্যক্তিকে জমি ইজারা দেওয়া নিয়ে স্ত্রী-সন্তানদের সঙ্গে ঝগড়া করছিলেন। কথা-কাটাকাটির একপর্যায়ে আজিজুর তাঁর ব্যাগে থাকা হাঁসুয়া বের করে হাকিমের গলায় কোপ দেন। তিনি (রিমা খাতুন) বাধা দিতে গেলে তাঁকেও কোপান। হাঁসুয়ার কোপে তাঁর বাঁ হাতের কবজি কেটে গেছে। আশপাশের লোকজন দুজনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎক হাকিমকে মৃত ঘোষণা করেন। আহত গৃহবধূ একই হাসপাতালে চিকিৎসাধীন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসানুজ্জামান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার আগেই আবদুল হাকিমের মৃত্যু হয়েছে। গলায় হাঁসুয়ার কোপে রক্তনালি কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। আহত গৃহবধূ রিমা খাতুন চিকিৎসাধীন।
হাকিমের শাশুড়ি উপজেলার এবি ইউনিয়নের বরমহাটি গ্রামের আসেনারা বেগম ও শ্বশুর আবদুর রহিম জানান, ২০১১ সালে আবদুল হাকিমের সঙ্গে তাঁদের মেয়ে রিমার বিয়ে হয়। তাঁদের পায়েল (১১) ও পান্না (৭) নামের দুই সন্তান আছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, পারিবারিক কলহের জেরে বড় সন্তান হাকিম তাঁর বাবা আজিজুর রহমানকে বাড়ি থেকে বের করে দেন। প্রায় ছয় মাস ধরে স্থানীয় ওয়ালিয়া বাজারে নিজের দর্জির দোকানেই থাকতেন আজিজুর। আজ দোকান থেকে বাড়ি গিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে ঘটনাটি ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আজিজুর পলাতক।