নরসিংদীতে সকালে হাঁটতে বেরিয়ে ট্রেনে কাটা পড়লেন এক নারী
নরসিংদী রেলওয়ে স্টেশনসংলগ্ন স্থান থেকে ট্রেনে কাটা পড়া এক নারীর খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শহরের বটতলা এলাকার একাধিক রেললাইনের সংযোগস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই নারীর নাম যমুনা দেবনাথ (৬০)। তিনি নরসিংদী শহরের বাজিরমোড় এলাকার ভাড়াটে উমেশ দেবনাথের স্ত্রী। তিনি চার ছেলে ও চার মেয়ের মা ছিলেন।
যমুনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, উচ্চমাত্রার ডায়াবেটিকস থাকায় প্রতিদিনই খুব ভোরে হাঁটতে বের হন যমুনা। হাঁটতে বের হয়ে বাড়িতে পূজার জন্য ফুল সংগ্রহ করতেন তিনি। আজকেও হয়তো তিনি ফুল সংগ্রহের জন্যই রেললাইন পার হচ্ছিলেন। আর তখনই ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর তূর্ণা-নিশিথা এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় যমুনা দেবনাথ অসাবধানতাবশত রেললাইনটি পার হচ্ছিলেন। হঠাৎ ছুটে আসা ট্রেন দেখতে পেয়ে তিনি হতভম্ব হয়ে যান। বার্ধক্যজনিত দুর্বলতার কারণে তিনি ওই সময় তাৎক্ষণিকভাবে রেললাইন পার হতে পারেননি। পরে ওই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর খণ্ডবিখণ্ড লাশ রেললাইনের আশপাশে ছড়িয়ে–ছিটিয়ে ছিল।
যমুনা দেবনাথের ছেলে তপন দেবনাথ বলেন, ‘যেহেতু এটি একটি দুর্ঘটনা, তাই আমাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমরা জেলা প্রশাসনের কাছে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন করেছি।’
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী বলেন, সকালে বটতলা এলাকার রেললাইন থেকে এক নারীর খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর পরিবারের সদস্যরা ফাঁড়িতে এসে লাশ শনাক্ত করেছেন।