দেবহাটায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত
সাতক্ষীরার দেবহাটায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার গরানবাড়িয়া কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে সব ধরনের যানবাহন বন্ধ করে দেন। তবে আধা ঘণ্টা পর পুলিশ এসে আবার যান চলাচল স্বাভাবিক করে।
নিহত মোটরসাইকেলচালকের নাম আশরাফুল ইসলাম ওরফে সোনা (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মোফাজ্জেল মোড়লের ছেলে। তিনি চিংড়িঘের ব্যবসায়ী ছিলেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সখীপুর শাখার স্টেশন কর্মকর্তা জাকির হোসেন বলেন, আশরাফুল ইসলাম আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কালীগঞ্জ উপজেলা সদরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। বেলা সোয়া ১১টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার গাজীরহাটের নিকটবর্তী গরানবাড়িয়া কদমতলায় সাতক্ষীরাগামী একটি ট্রাক তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক জখম হন। খবর পেয়ে তাঁরা আশরাফুলকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দেবহাটা থানার উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে সাতক্ষীরা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর ১৫-২০ মিনিট সড়কে যান চলাচল বন্ধ ছিল। তাঁরা ঘটনাস্থলে যেয়ে আবার যান চালাচল স্বাভাবিক করেন।