ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় আসিফ ইকবাল (২৬) নামের মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা অপর আরোহী সাব্বির।

শুক্রবার বেলা দেড়টায় সদর উপজেলার উত্তর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ট্রাকচালক আবদুর রহিমকে আটক করেছে, জব্দ করেছে ট্রাকটি।

নিহত আসিফ ইকবাল মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র। তিনি মুন্সীগঞ্জ জেলা সদরের কাটাখালী এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে মোটরসাইকেলে করে ঢাকা থেকে কলেজছাত্র আসিফ ও তাঁর বন্ধু সাব্বির মুন্সীগঞ্জ যাচ্ছিলেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার উত্তর কাশিপুর এলাকায় সড়কের ফুটপাতের জায়গায় নির্মাণ করা দেয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলচালক আসিফ ও তাঁর পেছনে থাকা বন্ধু সাব্বির ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে একটি ট্রাক আসিফকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন ট্রাকচালককে আটক করে পুলিশে দেন।

নিহত আসিফের চাচা স্বপন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আসিফের বাবা ২০১৫ সালে স্ট্রোক করে মারা যান। এরপর থেকে আসিফ পড়াশোনার পাশাপাশি ঢাকায় চাকরি করত। আসিফরা এক ভাই ও এক বোন। বোন এসএসসি পরীক্ষার্থী। আফিসের মৃত্যুতে পুরো পরিবার সংকটে পড়ে গেল। আসিফের বন্ধু সাব্বির হাতে–পায়ে ব্যথা পেয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী বলেন, আসিফের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।