গোয়ালন্দে ট্রাকের ধাক্কায় সরকারি কর্মকর্তা নিহত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ট্রাকের ধাক্কায় এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ডে আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মুজিবুর রহমান (৫১)। তিনি গোয়ালন্দ উপজেলার সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা। মুজিবুর মানিকগঞ্জের সাটুরিয়া থানার তেঘুরী গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল সোয়া ১০টার দিকে মুজিবুর রহমান বাসস্ট্যান্ড দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় ঢাকামুখী পণ্যবাহী ট্রাক পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের পেছনে আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে মহাসড়কে পড়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহ মো. শরীফ জানান, সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তাঁর মাথার পেছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত পাওয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে।
সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন মুজিবুর রহমানের স্ত্রী জোসনা খাতুন। হাসপাতালে এসে তিনি দেখেন তাঁর স্বামী আর বেঁচে নেই। এ সময় কাঁদতে কাঁদতে বলেন, তাঁদের দুই ছেলেমেয়ে। ছেলের বয়স ৪ মাস আর মেয়ের বয়স ১৮ মাস। সকালে বাসা থেকে বের হওয়ার আগে তাঁর স্বামী তাঁকে সন্তানদের দেখে রাখতে বলেন। সন্তানদের যেন রাস্তায় বের না হতে দেন, দুর্ঘটনা ঘটতে পারে। অথচ তাঁর স্বামী নিজে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন।
গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক। গাড়ির মালিক পক্ষ ও নিহত ব্যক্তির পরিবারের লোকজন থানায় গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।