কুমিল্লায় ধানখেতে পাওয়া গেল হাত-পা বাঁধা গৃহবধূর লাশ
কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মস্তফাপুর এলাকায় ধানখেতে পড়ে ছিল গৃহবধূর হাত-পা বাঁধা লাশ। আজ রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলার লালমাই পাহাড়ের পাদদেশের মস্তফাপুর গ্রামের ধানখেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূর নাম ফারজানা বেগম (২৮)। তিনি উপজেলার কালিরবাজার ইউনিয়নের আলেখারচর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে ও পাশের অলিপুর এলাকার অটোরিকশাচালক ইকবাল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে মাদকাসক্ত নিরাময়কেন্দ্র থেকে বাড়ি ফেরেন ইকবাল হোসেন। গতকাল শনিবার বিকেলে স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন তিনি। আজ রোববার সকাল ৯টায় ফারজানার বাবার বাড়িতে ফোন করে ইকবাল জানান, কে বা কারা ফারজানাকে হত্যা করে ধানখেতে লাশ ফেলে গেছে। পরে ফারজানার বাবার বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার নাজিরাবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউল ইসলাম বলেন, ফারজানার মাথায় বড় আঘাতের চিহ্ন আছে। তাঁর হাত ওড়না দিয়ে বাঁধা, আর মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। এটা নিশ্চিত হত্যাকাণ্ড। লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ফারজানার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক।