কালীগঞ্জে থেমে থাকা ট্রাককে চলন্ত ট্রাকের ধাক্কা, এক চালক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনার চাপারতল এলাকায় থেমে থাকা ট্রাককে চলন্ত ট্রাক ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের চালক নিহত এবং উভয় ট্রাকের আরও তিন আরোহী আহত হন। আজ রোববার সকালে এই ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম মাকেজ আলী (৩৪)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে বগুড়ার শেরপুর থেকে একটি ট্রাক পাথর আনার উদ্দেশ্যে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে যাচ্ছিল। সকাল সাড়ে ছয়টার দিকে কাকিনার চাপারতল এলাকায় আকাশ ফিলিং স্টেশনের সামনে দিয়ে যাওয়ার সময় ট্রাকটি সেখানে দাঁড় করিয়ে রাখা অপর একটি ট্রাককে সামনে থেকে ধাক্কা দেয়।

এতে পাটগ্রামমুখী ট্রাকের চালক মাকেজ আলী নিহত এবং উভয় ট্রাকের তিনজন আরোহী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ট্রাকচালকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।