কর্ণফুলীতে নিখোঁজের ১৫ ঘণ্টা পর আরেকজনের লাশ উদ্ধার

কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া কলেজছাত্র অপূর্ব সাহার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে
ছবি: প্রথম আলো

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম অপূর্ব সাহা (১৯)। নিখোঁজের ১৫ ঘণ্টা পর লাশটি উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সীতাঘাট এলাকা থেকে সকাল সাড়ে ছয়টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন।

অপূর্বর বাড়ি চট্টগ্রাম নগরের পূর্ব মাতারবাড়ি এলাকায়। তিনি কায়সার নিলুফা ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

এর আগে গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে লোকেশ বৈদ্যের লাশ উদ্ধার করা হয়। নিহত লোকেশ চট্টগ্রাম ইসলামিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাসা চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায়।
কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নুরুল করিম বলেন, আজ ভোরে অপূর্বর লাশ সীতারঘাট এলাকায় কর্ণফুলী নদীতে ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে সকাল সাড়ে ছয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

কলেজছাত্র লোকেশ বৈদ্য, অপূর্ব সাহা, ধীমান সাহা, আয়মান আলম, তৌহিদুল ইসলাম ও রাসেল গতকাল সকালে কাপ্তাইয়ে বেড়াতে যান। বেলা সাড়ে তিনটার দিকে কর্ণফুলী নদীতে নৌভ্রমণের পর ওয়াগ্গা ইউনিয়নের সীতাঘাট এলাকায় নদীতে গোসল করতে নামেন তাঁরা। একপর্যায়ে সবাই পানি থেকে উঠতে পারলেও লোকেশ, অপূর্ব ও ধীমান পানিতে তলিয়ে যান।