নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস ইইউর, সংস্কারের ওপর জোর

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনছবি: ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেই সঙ্গে ইইউ সংস্কারের ওপর জোর দিচ্ছে। তারা এটাও মনে করছে, সংস্কারের জন্য সময়টা কম হয়ে যাচ্ছে।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত ইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করে। পরে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‌‘টাইমটা একটু কম হয়ে যাচ্ছে বলে ওনারা মনে করছেন রিফর্মের (সংস্কার) জন্য। ওনারা রিফর্মের প্রতি গুরুত্ব দিচ্ছেন।’

সিইসি আরও বলেন, ইইউ নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। তারা বলেছে, বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নের পথে সহায়তা করতে প্রস্তুত। কী ধরনের সহায়তার প্রয়োজন হবে, তা ইইউর একটি প্রতিনিধিদল এসে যাচাই করবে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দীন বলেন, ভোট কবে হবে, সেটা নিয়ে সেভাবে আলোচনা হয়নি।

সিইসি বলেন, ইসির স্বাধীনতা খর্ব হোক, এটা ইসি চায় না। সংবিধান ইসিকে যে স্বাধীনতা দিয়েছে, তা যেন অক্ষুণ্ন থাকে, বিষয়টি তিনি ইইউর প্রতিনিধিদলকে জানিয়েছেন। তারাও জানিয়েছে, তারা বিশ্বাস করেন, ইসির স্বাধীনতা থাকতে হবে।

বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের বলেন, সিইসির সঙ্গে বাংলাদেশের আগামী নির্বাচন বিষয়ে চমৎকার আলোচনা হয়েছে। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কারের আকাঙ্ক্ষা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সহায়তার বার্তা নিয়ে এসেছেন। ইউরোপীয় ইউনিয়ন কী ধরনের সহায়তা দিতে পারে তা তাঁরা সিইসির কাছে জানতে চেয়েছেন।