বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন
আইইএলটিএসের প্রস্তুতি ও পরীক্ষায় বেছে নিতে পারেন ব্রিটিশ কাউন্সিল
একজন শিক্ষার্থীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায় উচ্চশিক্ষা গ্রহণ। এ সময় নেওয়া প্রতিটি সিদ্ধান্তেরই ব্যক্তিজীবনে সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। স্কুল ও কলেজ পর্যায় থেকেই অনেক শিক্ষার্থীর বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা থাকে। গবেষণামুখী শিক্ষার সুযোগ ও উন্নত জীবনমান পেতে দেশ থেকে প্রতিবছর হাজারো শিক্ষার্থী বিদেশে পাড়ি জমাচ্ছেন। পাশাপাশি দেশেও বাড়ছে বিদেশি ডিগ্রির গ্রহণযোগ্যতা। ফলে সময়ের সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষা গ্রহণে বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যাও ক্রমেই বাড়ছে।
এ ক্ষেত্রে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও জার্মানির মতো দেশের বিশ্ববিদ্যালয় রয়েছে। ২০২৪ ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ১৭ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন। এই সংখ্যা যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ। দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীর বর্তমান সংখ্যা আগের শিক্ষাবর্ষের (২০২২-২৩) তুলনায় ২৬ শতাংশ বেড়েছে।
শিক্ষার্থীদের উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৩ সালে ৫২ হাজার ৭৯৯ বাংলাদেশি শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে গেছেন, এর মধ্যে ৬ হাজার ৫৮৬ জন যুক্তরাজ্যকে বেছে নিয়েছেন। ফলে দেশটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে।
জার্মানিও অনেক বাংলাদেশি শিক্ষার্থীর পছন্দের গন্তব্য। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৬ হাজার ৪৩৪ শিক্ষার্থী জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছেন।
তবে উচ্চশিক্ষা গ্রহণে বিদেশ যাওয়ার আগে শিক্ষার্থীদের কিছু পর্যায় পাড়ি দিতে হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিতে হয়। তাই পছন্দের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার স্বপ্নকে সত্যি করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এমন বিষয়গুলো মনে রেখে শিক্ষার্থীদের সেভাবেই প্রস্তুতি নেওয়া উচিত। এ ক্ষেত্রে প্রথমেই শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা প্রমাণের প্রয়োজন হয়। বিশ্বের বেশির ভাগ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মাধ্যম হিসেবে ইংরেজি ব্যবহৃত হয়।
যাঁদের মাতৃভাষা ইংরেজি নয়, তাঁদের জন্য ইংরেজি ভাষা-দক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিকভাবে স্বীকৃত টেস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা আইইএলটিএস। ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণে বিশ্ববিদ্যালয়গুলো ভাষা-দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস সনদ গ্রহণ করে।
বিশ্বের ১৪০টি দেশের সাড়ে ১২ হাজারের বেশি বিশ্ববিদ্যালয় আইইএলটিএস স্কোরকে ইংরেজি ভাষা-দক্ষতা যাচাইয়ের মানদণ্ড হিসেবে গ্রহণ করে। ইংরেজিভাষী দেশগুলোর পাশাপাশি ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও এই স্কোরকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে। বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত ফলাফলের পাশাপাশি ভাষা-দক্ষতা যাচাই স্কোরের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও ভিসার জন্য নির্বাচন করে। অনেক সময় ন্যূনতম স্কোর কত হতে হবে, তা-ও উল্লেখ করা থাকে।
বলা চলে, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে যাঁরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের বিষয়টি নিয়ে ভাবছেন, তাঁদের যত দ্রুত সম্ভব এ নিয়ে প্রস্তুতি শুরু করা উচিত। আর আইইএলটিএসের যথাযথ প্রস্তুতি গ্রহণ ও পরীক্ষা দিয়ে ইংরেজি ভাষা-দক্ষতার সনদ অর্জনের ক্ষেত্রে, ব্রিটিশ কাউন্সিল দেশের সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।
আইইএলটিএস পরীক্ষা দুটি মডিউলে অনুষ্ঠিত হয়, একাডেমিক ও জেনারেল মডিউল। তবে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে একাডেমিক মডিউলে আইইএলটিএস পরীক্ষায় অংশ নিতে হয়। আইইএলটিএস পরীক্ষায় চারটি ক্ষেত্রে দক্ষতা যাচাই করা হয়—স্পিকিং, লিসেনিং, রাইটিং ও রিডিং। এসব ক্ষেত্রে মূল্যায়নের ভিত্তিতে আইইএলটিএস স্কোর প্রদান করা হয়।
ব্রিটিশ কাউন্সিলে আইইএলটিএস
দেশে আইইএলটিএস পরীক্ষায় নতুন অধ্যায়ের সূচনা করেছে ব্রিটিশ কাউন্সিল। আইইএলটিএস পরীক্ষায় অংশ নিতে আগ্রহী যে কেউ ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে এ পরীক্ষায় অংশ নিতে পারেন। পরীক্ষাটিকে আরও সুবিধাজনক ও স্বচ্ছন্দ করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে ব্রিটিশ কাউন্সিল। যা আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও ফলপ্রসূ করবে।
ব্রিটিশ কাউন্সিলে ‘অন কম্পিউটার’ আইইএলটিএস পরীক্ষা দেওয়া যাবে। এ ক্ষেত্রে পরীক্ষার্থীরা চিরাচরিত শ্রেণিকক্ষের বাইরে বিশেষভাবে প্রস্তুত করা কক্ষে বসে পরীক্ষায় অংশ নেবেন। এই পদ্ধতিতে নতুন অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। ফলে উত্তর টাইপ করা দ্রুত হওয়ার পাশাপাশি, প্রুফ রিড ও এডিট করাও অত্যন্ত সহজ ও পরিমার্জিত হবে।
আইইএলটিএসের রিডিং অংশটি অনেকের জন্যই চ্যালেঞ্জিং একটি বিষয়। পছন্দমতো ফন্ট সাইজ ও টেক্সট থেকে সরাসরি কপি ও পেস্ট করার মাধ্যমে পরীক্ষার্থীরা এখন রিডিং-প্রক্রিয়াকে আরও সহজ ও চাপমুক্ত করতে পারবেন।
ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস সেন্টারগুলোতে তুলনামূলক কম ভিড় থাকায় ঝামেলামুক্তভাবে পরীক্ষা দেওয়া যায়। আর পরীক্ষার সময় নিয়েও খুব একটা ভোগান্তিতে পড়তে হয় না। পরীক্ষার্থীদের সুবিধার জন্য পরীক্ষার স্লটের সংখ্যা বাড়িয়েছে ব্রিটিশ কাউন্সিল। ফলাফলও ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করছে।
এ ছাড়া ব্রিটিশ কাউন্সিলে আইইএলটিএস পরীক্ষার্থীরা ওয়ান স্কিল রিটেকের সুবিধা পাবেন। এতে প্রথম চেষ্টায় অনাকাঙ্ক্ষিত ফল পেলেও সে বিষয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থী। সুবিধাটি কেবল কম্পিউটারের মাধ্যমে অংশগ্রহণ করা আইইএলটিএস পরীক্ষার্থীরা পাবেন।
সম্প্রতি ব্রিটিশ কাউন্সিল থেকে কম্পিউটারভিত্তিক আইইএলটিএস পরীক্ষা দিয়েছেন তানভীর আহমেদ। তিনি বলেন, ‘আইইএলটিএস পরীক্ষার অভিজ্ঞতা এত সহজ হবে, আমি প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। পরীক্ষা শুরু করার পর থেকেই মনে হচ্ছিল পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য বিবেচনা করেই সেন্টারটি বিশেষভাবে তৈরি করা হয়েছে।’
পাশাপাশি শিক্ষার্থীদের আর্থিক অসুবিধা লাঘবে বিনা সুদে কিস্তিতে টাকা দেওয়ার সুবিধা নিয়ে এসেছে ব্রিটিশ কাউন্সিল। পরীক্ষার্থীরা এখন ইএমআই অপশনের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন।
আইইএলটিএস রেডি প্রিমিয়াম সুবিধা
ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে আইইএলটিএস পরীক্ষার বুকিং করা হলে যে শুধু দ্রুত তারিখ পাওয়া যাবে তা-ই নয়; পাশাপাশি বিনা খরচে প্রিমিয়াম টুলস ব্যবহারের সুযোগও পাওয়া যাবে। ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস রেডি প্রিমিয়ামে থাকবে ৪০টি পূর্ণাঙ্গ প্র্যাকটিস টেস্ট (২৫টি একাডেমিক এবং ১৫টি জেনারেল)। সঠিক পরামর্শ ও নির্দেশনা পেতে লাইভ ও রেকর্ডেড লেসন গ্রহণের সুযোগ থাকবে। সঙ্গে প্র্যাকটিস কোয়েশ্চেনের মাধ্যমে পরীক্ষার্থীরা তাঁদের রিডিং, রাইটিং ও লিসেনিংয়ের দক্ষতা যাচাই করে নিতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এই টুলগুলো মোবাইল ফোনে ব্যবহার করা যাবে।
দেশে আইইএলটিএস পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে এসব উদ্যোগ গ্রহণ করেছে ব্রিটিশ কাউন্সিল। এখানে আইইএলটিএস পরীক্ষার অগ্রিম বুকিং করা হলে পরীক্ষার্থীরা সুবিধাজনক স্লট নিশ্চিতের পাশাপাশি আইইএলটিএস রেডি প্রিমিয়ামের মতো মূল্যবান রিসোর্স ব্যবহারের সুযোগ পাবেন। তাই বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্নপূরণে সঠিক ও সুবিধাজনক উপায়ে আইইএলটিএস দিতে আগ্রহীরা ব্রিটিশ কাউন্সিলে নিবন্ধন করতে পারেন।