সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৫ মার্চ, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

তামিমের হার্টে রিং পরানো হয়েছে

তামিম ইকবাল
প্রথম আলো

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে আছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ সোমবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে। বিস্তারিত পড়ুন...

ঈদে টানা ৯ দিন ব্যাংক বন্ধ, কিছু শাখা আগামী শুক্র-শনিবার খোলা

ব্যাংকের লেনদেন চলছে
ফাইল ছবি

ঈদের ছুটিতে ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল টানা ৯ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতে কর্মরত ব্যক্তিদের বেতন দেওয়ার সুবিধার্থে ২৮ ও ২৯ মার্চ পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...

‘পরিশুদ্ধ’ আওয়ামী লীগ নিয়ে বাইরে শোরগোল, তবে দলে আগ্রহ নেই

‘রিফাইন্ড’ বা ‘পরিশুদ্ধ’ আওয়ামী লীগের ধারণা নিয়ে দলটির ভেতরে কোনো আলোচনা নেই। নেতৃত্বে পরিবর্তন আনার বিষয়েও কোনো চিন্তাভাবনার কথা জানা যায়নি। এ বিষয়ে দলটির পলাতক প্রধান নেতৃত্বের কোনো সায় আছে, এমন আভাসও পাওয়া যায়নি। ফলে আওয়ামী লীগের পরিশুদ্ধ অংশকে রাজনীতিতে ফেরানোর সম্ভাবনা নিয়ে যে আলোচনা বা শোরগোল চলছে, তা কতটা বাস্তবসম্মত, সেই প্রশ্নও দেখা দিয়েছে। বিস্তারিত পড়ুন...

জরুরি অবস্থা জারির বিষয়টি ‘গসিপ’: স্বরাষ্ট্রসচিব

মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে অস্ট্রেলিয়ার সঙ্গে এসওপি সই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি। আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে
ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

দেশে জরুরি অবস্থা জারি নিয়ে যে আলোচনা চলছে, সেটিকে ‘গসিপ’ (খোশগল্প) বলেছেন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার কোনো তথ্য নেই। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। বিস্তারিত পড়ুন...

ঈদের সিনেমার কোনটির কত বাজেট

ঈদে মুক্তির অপেক্ষায় আলোচিত সব তারকার সিনেমা। এসব সিনেমার ট্রেলার, টিজার, গান নিয়ে সরগরম ঢালিউড। ঈদের সিনেমার বাজেট নিয়ে প্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলেছেন মনজুরুল আলম। বিস্তারিত পড়ুন...