এখন বই কেনার সময়

বইয়ের প্রকৃত ক্রেতারা এখন আসছেন মেলায়। খোঁজখবর নিয়ে বই কিনছেন। গতকাল সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণেছবি: প্রথম আলো

বইমেলার শেষ দিনগুলো কাটছে। অধিকাংশ প্রকাশনীর নতুন বইগুলো মেলায় এসেছে। প্রকৃত পাঠক ও যেসব প্রতিষ্ঠান মেলা থেকে নতুন বই সংগ্রহ করেন, তাঁরা এখন আসছেন খোঁজখবর নিয়ে বই কিনতে।

গতকাল সন্ধ্যায় উত্তরার মাইলস্টোন কলেজের পাঠাগারের জন্য বই কিনতে মেলায় এসেছিলেন সহযোগী অধ্যাপক ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান শাফায়েত উদ্দিন। প্রথমার স্টল থেকে তিনি এবার প্রকাশিত সব কটি বইয়ের দুই কপি করে প্রায় দেড় শ বই কিনলেন। তিনি জানান, তাঁদের বই কেনার বরাদ্দ প্রায় তিন লাখ টাকা। প্রথমা ছাড়া ইউপিএল, বিশ্বসাহিত্য কেন্দ্র, ঐতিহ্য, বাতিঘরসহ অন্য প্রকাশনীর বইও কিনবেন।

আত্মকথা ইতিকথা, গোলাম মুরশিদ
অবসর প্রকাশনী

শাফায়েত উদ্দিন বলেন, প্রথমার বই নিশ্চিন্তে কেনা যায়। এখান থেকে কোনো মানহীন বই প্রকাশ হয় না। শিক্ষার্থীরা যেন কিছু শিখতে পারে, তেমন বই–ই তাঁরা কিনে থাকেন। প্রথমার বইয়ে শিক্ষণীয় বিষয় থাকবে, এমন আস্থার জায়গা তারা তৈরি করতে পেরেছে। অন্য প্রকাশনীর বই কেনা হয় যাচাই–বাছাই করে। শিক্ষার্থীদের পাঠক্রমের পাশাপাশি তাদের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটানোর চেষ্টা করে মাইলস্টোন কলেজ। এ জন্য একটি ভালো মানের পাঠাগার গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে কলেজটি।

প্রথমার ব্যবস্থাপক জাকির হোসেন জানান, এবার মেলায় বিভিন্ন বিষয়ের ৭০টির বেশি নতুন বই এসেছে। নতুন বইয়ের মধ্যে জোবেরা রহমান লিনুর আত্মজীবনীমূলক জীবনজালের এপার-ওপার এবং আগের বইয়ের মধ্যে আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, মুহাম্মদ হাবিবুর রহমানের বাংলাদেশের নানান ভাষা, মহিউদ্দিন আহমদের অপারেশন ভারতীয় হাইকমিশন, আনিসুল হকের প্রিয় এই পৃথিবী ছেড়ে, রকিব হাসানের পুরোনো টাওয়ার বইগুলো ভালো চলেছে।

আমি যে এক যাত্রাওয়ালা, মিলন কান্তি দে
নবান্ন প্রকাশনী

গতকাল মেলার তথ্যকেন্দ্রে নতুন বইয়ের নাম এসেছে ৬৭টি। অবসর প্রকাশনী এনেছে সম্প্রতি প্রয়াত বিশিষ্ট লেখক–গবেষক গোলাম মুরশিদের আত্মকথা ইতিকথা। এটিই তাঁর সর্বশেষ গ্রন্থ। আত্মস্মৃতির সঙ্গে শিল্পসাহিত্যের বিভিন্ন প্রসঙ্গের আলোচনা করেছেন তিনি বইটিতে। নবান্ন এনেছে প্রবীণ যাত্রাপালাকার অভিনেতা মিলন কান্তি দের আত্মজীবনী আমি যে এক যাত্রাওয়ালা, ভাষাচিত্র এনেছে বনানী রায়ের মহাভারতের কাহিনি নিয়ে উপন্যাস মহাভারতের মহারণ্যে, কথাপ্রকাশ এনেছে ফয়জুল লতিফ চৌধুরীর প্রবন্ধ নানা চোখে জীবনানন্দ, বেঙ্গল বুকস এনেছে তাসনুভা অরিণের কবিতা ট্রাপিজিয়াম মানুষের আয়না, শৈশব প্রকাশ এনেছে জাহীদ রেজা নূরের শিশুতোষ বই সেকেন্ড নিয়ে তুলকালাম ও ইমতিয়ার শামীমের এ গল্প ও গল্প, সময় এনেছে মুনতাসীর মামুনের গবেষণা জীবন এক রূপকথা, কণ্ঠস্বর এনেছে রেজাউদ্দিন স্টালিনের কবিতা শীতের সংগঠন, মাওলা ব্রাদার্স এনেছে মারুফ রায়হানের কবিতা পাপ হবে যদি না লিখি ফিলিস্তিন গাথা, প্রতিকথা এনেছে নাজনীন সাথীর ইতিহাস বিষয়ে গবেষণা বঙ্গ–পুণ্ড্র হতে লালমনির হাট।

জীবনজালের এপার–ওপার, জোবেরা রহমান লিনু
প্রথমা প্রকাশন

সাফজয়ী নারী ফুটবল দল নিয়ে বদিউজ্জামান মিলনের বই অপরাজিতা এনেছে স্বপ্ন ’৭১। স্টলে বইটির মোড়ক উন্মোচন করেন নারী ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা। উপস্থিত ছিলেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা, নীলুফার ইয়াসমিন ও সাগরিকা।

বিকেলে মেলার মূল মঞ্চে ছিল ‘জুলাই অভ্যুত্থানে নারীরা: প্রিভিলেজের দায়’–বিষয়ক আলোচনা। রেহনুমা আহমেদের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন মির্জা তাসলিমা সুলতানা। আলোচক ছিলেন শাওলী মাহবুব। আজ নিয়ে মেলার মেয়াদ আর পাঁচ দিন। ঘুরে বেড়ানো আর ছবি তোলা অনেক হলো। প্রকাশকদের আশা, এবার ক্রেতারা মন দেবেন বই কেনায়।

ঘরের দিকে যাওয়া

ঘরের দিকে যাওয়া, আফসানা বেগম
প্রথমা প্রকাশন

মানুষ যেখানে জন্মায়, বেড়ে ওঠে, সেটা তার দেশ হওয়া উচিত, নাকি যেখানে তাকে বাধ্য হয়ে থেকে যেতে হয়, তারপর মৃত্যুবরণ করে, যে দেশের মাটিতে তার শরীরের শেষ কণা মিশে যায়, সেটা তার দেশ হওয়ার কথা? আফসানা বেগমের ঘরের দিকে যাওয়া উপন্যাসটি দেশভাগ, বাস্তুচ্যুতি, মানবিক বিপন্নতা ও বিপর্যয় নিয়ে এক মর্মস্পর্শী আখ্যান।

আফসানা বেগম সাহিত্যজগতে পদার্পণের শুরু থেকে একই সঙ্গে মৌলিক রচনা ও অনুবাদ করেছেন। ২০১৪ সালে গল্পের পাণ্ডুলিপির জন্য জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার এবং ২০২১ সালে জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন প্রথমা প্রকাশিত কোলাহল থামার পরে উপন্যাসের জন্য।