তিনটি নতুন ব্র্যান্ড বাজারজাতকরণের সাফল্য উদ্‌যাপন করল আরলা ফুডস

তিনটি ব্র্যান্ড সফলভাবে বাজারজাত করার সাফল্য কেক কেটে উদ্‌যাপন করে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডছবি: বিজ্ঞপ্তি

২০২৪ সালে তিনটি ব্র্যান্ড সফলভাবে বাজারজাত করেছে দেশের অন্যতম ডেইরি কোম্পানি আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি প্রতিষ্ঠানটির সব পরিবেশক, ঢাকায় আরলা ফুডস বাংলাদেশের প্রধান কার্যালয় এবং গাজীপুরে অবস্থিত কারখানায় সাফল্য উদ্‌যাপন করা হয়।

নতুন পণ্যগুলো হলো আরলা ডানোর নতুন ফুলক্রিম মিল্ক পাউডার ‘ডানো ডিলাইট’, যা ডেজার্ট এবং বিভিন্ন ধরনের রান্নার স্বাদকে আরও বাড়িয়ে তোলে; চায়ের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত ‘আরলা ইজি’, যেটির ১২ গ্রাম দুধ মাত্র ১০ টাকার প্যাকে পাওয়া যাচ্ছে এবং ‘ডানো রেডি ইউএইচটি’, যা বাংলাদেশে ডানোর সর্বপ্রথম লিকুইড দুধের ব্র্যান্ড। এর বিশ্বমানের কারখানা এবং উন্নত প্রযুক্তি বাংলাদেশের ভোক্তাদের নিরাপদ তরল দুধ সরবরাহের নিশ্চয়তা প্রদান করবে।

এ প্রসঙ্গে আরলা ফুডস বাংলাদেশের বিপণন প্রধান ইয়াশনা চৌধুরী বলেন, ‘আধুনিক বাংলাদেশিদের লাইফ–স্টাইল এবং প্রয়োজনকে মাথায় রেখে ডানো নতুন নতুন প্রোডাক্ট সল্যুশন নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের দুধের পুষ্টির জোগান দিতে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরির লক্ষ্যে ভবিষ্যতে আরও উদ্ভাবনী পণ্য নিয়ে আসার ব্যপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’