চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ট্রাংক থেকে মার্কশিট উধাও
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একটি কক্ষ থেকে উচ্চমাধ্যমিকের (এইচএসসি) দুই পরীক্ষার্থীর নম্বরফর্দ (মার্কশিট) উধাও হয়েছে। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মোহাম্মদ দিদারুল আলম।
গতকাল মঙ্গলবার রাতে নগরের পাঁচলাইশ থানায় জিডি করেন তিনি। জিডিতে উল্লেখ করা হয়, শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস কক্ষে তিনটি ট্রাংকে উচ্চমাধ্যমিক পরীক্ষা-২০২৩-এর শিক্ষার্থীদের লক্ষাধিক নম্বরফর্দ ছিল। গত ১৯ মে সকাল ১০টার দিকে কক্ষে ঢুকে তিনি দেখতে পান, তিনটি ট্রাংকের মধ্যে একটি ট্রাংকের লাগানো তালা নেই।
ঘটনাটি বোর্ডের চেয়ারম্যানকে জানান তিনি। পরে তদন্ত কমিটির নির্দেশে শিক্ষা বোর্ডের দুজন কর্মকর্তার সামনে ট্রাংকটি খুলে দেখা যায় তাতে শিক্ষার্থীদের দুটি মার্কশিট নেই। এ বিষয়ে থানায় জিডি করেন তিনি।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মোহাম্মদ দিদারুল আলমের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা আজ বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ দিদারুল আলম একটি জিডি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।