ঢাকার মিরপুরে দুটি দোকানে চুরি

চুরিপ্রতীকী ছবি

ঢাকার মিরপুর ১০ নম্বরে  দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে একটি সিগারেটের দোকান ও একটি বিরিয়ানির দোকানে এ চুরির ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার পর মিরপুর-১০ এর ‘এ’ ব্লকে একটি সিগারেটের দোকানের শাটার ভেঙে তিন লাখ টাকার মালামাল চুরি করা হয়।

ক্লোজড সার্কিট টিভি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, সেদিন তিন ব্যক্তি ওই দোকানে চুরি করেছে। তাঁদের আটক করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

এদিকে মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমান প্রথম আলোকে বলেন, একই  ব্লকে একটি বিরিয়ানির দোকানে চুরির ঘটনা ঘটেছে। টাকার অঙ্ক খুব বেশি নয় বলে মালিক পক্ষ থানায় কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।