মেডিকেল ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কলেজশিক্ষার্থী আটক
মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নাজমুল এহসান ওরফে নাঈম নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ময়মনসিংহ থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নাজমুলকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আটক নাজমুল ময়মনসিংহের আনন্দমোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তাঁর বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার সারা দেশে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা হওয়ার কথা।