‘নাশতা আনা’ নিয়ে কথা-কাটাকাটির জেরে শ্রমিককে হত্যা

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিকের কারখানায় নাশতা আনা নিয়ে কথা-কাটাকাটির জেরে আলতাফ হোসেন (২৫) নামের এক শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে কারখানার মো. জীবন (২২) নামের এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত আলতাফের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানায়। তিনি রাজধানীর ইসলামবাগের এরশাদ কলোনির পাশে একটি মেসে থাকতেন। অপর দিকে গ্রেপ্তার জীবনের বাড়ি হবিগঞ্জের সদর থানায়। তিনিও একই এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালের নাশতা আনা নিয়ে আলতাফের সঙ্গে জীবনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জীবন হাতুড়ি দিয়ে আলতাফকে আঘাত করেন। পরে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য আলতাফকে বিদ্যুতের শক দেওয়া হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, আলতাফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা শ্রমিকেরা প্রথমে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এ কথায় সন্দেহ হওয়ায় জীবনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একপর্যায়ে আলতাফের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করার বিষয়টি স্বীকার করেন জীবন।