এবার মোহনগঞ্জ ট্রেনে আগুন দেওয়ার মামলায় রিমান্ডে বিএনপি নেতা নবী উল্লাহ
এবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী ও যুবদল নেতা মনসুর আলমকে তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত গতকাল সোমবার এ আদেশ দেন। একই সঙ্গে আদালত নবী উল্লাহ নবীকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।
মামলার তদন্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ প্রথম আলোকে বলেন, আদালতের অনুমতি নিয়ে নবী উল্লাহ নবী ও মনসুর আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ১৯ ডিসেম্বর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। একটি বগি থেকে মা, শিশুসন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে ৫ জানুয়ারি রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। আগুনে দুই নারী, এক শিশুসহ চারজন মারা যান। পরের দিন এ ঘটনায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা করেন। মামলায় আগুন দিয়ে নাশকতা ও হত্যার অভিযোগ আনা হয়। তবে আসামির সংখ্যা বা নাম উল্লেখ করা হয়নি।
১০ জানুয়ারি এ মামলায় নবী উল্লাহ নবী ও মনসুর আলমকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর এ মামলায় তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার দিন রাতে নবী উল্লাহ, মনসুর আলমসহ আটজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।