শ্রম ভবনের সামনে বেতনের দাবিতে আন্দোলন, অসুস্থ হয়ে একজনের মৃত্যু
রাজধানীর শ্রম ভবনের সামনে বেতন–ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে অসুস্থ হয়ে রাম প্রসাদ সিং (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে তাঁর মৃত্যু হয়।
রাম প্রসাদ সিং গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ান্স (বিডি) লিমিটেডের সহকারী প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর সহকর্মী মোস্তফা ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বকেয়া বেতন ও আইনানুগ পাওনার দাবিতে গত মঙ্গলবার থেকে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন ওই কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলন চলাকালে আজ হঠাৎ রাম প্রসাদ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাম প্রসাদ সিংয়ের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলায়। তিনি গাজীপুর চৌরাস্তা এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।