হাজারীবাগে ছুরিকাঘাতে নারী নিহত, সাবেক স্বামী গ্রেপ্তার
রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম জুলেখা বেগম (৪৮)। আজ সোমবার রাতে হাজারীবাগের দাউরচর এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় ওই নারীর সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জুলেখার গ্রামের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট এলাকায়। গ্রেপ্তার নজরুল ইসলামের সঙ্গে ২৭ বছর সংসার করেছেন তিনি। দেড় মাস আগে নজরুলের এক আত্মীয়কে বিয়ে করেন জুলেখা। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে ছুরিকাঘাত করেন নজরুল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছুরিকাঘাতের কথা স্বীকার করেছেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, জুলেখা ও নজরুলের দুই সন্তান রয়েছে। জুলেখা বাসাবাড়িতে কাজ করেন। আজ কাজ শেষে নিজের বাসায় ফেরার পথে তাঁকে ছুরিকাঘাত করা হয়।