রায়েরবাজারে বাসায় ঢুকে নারীকে কুপিয়েছে ‘কিশোর গ্যাং’
রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় বাসায় ঢুকে এক নারীকে কুপিয়ে জখম করা হয়েছে। এলাকার ‘কিশোর গ্যাং’–এর সদস্যরা এ কাজ করেছেন বলে অভিযোগ পরিবারের।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত নারীর নাম সাথী বেগম (২৭)। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা করিয়ে তাঁকে বাসায় নিয়ে আসা হয়েছে।
সাথীর গ্রামের বাড়ি মাদারীপুরে। তিনি সপরিবার রায়েরবাজারের বাবরি মসজিদের পাশের একটি বাসায় ভাড়া থাকেন।
সাথীর বাবা নিজাম ফকির প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার পুলিশ রায়েরবাজার বাবরি মসজিদের গলিতে অভিযান চালায়। তারা কিশোর গ্যাংয়ের কিছু সদস্যকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সাথীর হাত রয়েছে, এমন সন্দেহ থেকে গতকাল রাতে বাসায় ঢুকে সাথীকে কুপিয়ে পালিয়ে যান কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাঁর শরীরের একাধিক স্থানে জখম হয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে চিকিৎসা করানো হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল হক ভূঁইয়া আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছেন। ভুক্তভোগী অভিযোগ নিয়ে থানায় এলে মামলা হিসেবে গ্রহণ করা হবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।