রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে দুজন গ্রেপ্তার
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহজাহানপুর ও কদমতলী এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শাহজাহানপুর থানা–পুলিশ জানতে পারে, দক্ষিণ শাহজাহানপুর এলাকায় ফুটপাতের দোকানদারদের কাছ চাঁদা আদায় করছেন এক ব্যক্তি। খবর পেয়ে থানার একটি টহল দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় খলিল শিকদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর সহযোগীরা দৌড়ে পালিয়ে যান। তবে খলিলের কাছ থেকে বিভিন্ন দোকানে চাঁদাবাজি করা ৩ হাজার ৮০০ টাকা জব্দ করে পুলিশ।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খলিল বলেন, তিনি ও তাঁর সহযোগীরা বেশ কিছুদিন ধরে শাহজাহানপুর এলাকায় ফুটপাতের বিভিন্ন ভাতের হোটেল থেকে প্রতিদিন ২০০ টাকা ও চায়ের দোকান থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন।
খলিল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে শাহজাহানপুর থানায় একটি মামলা করা হয়েছে।
এদিকে মঙ্গলবার গভীর রাতে কদমতলী এলাকা থেকে আশিক (২৬) নামের এক ব্যক্তিকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার আশিক ও তাঁর সহযোগীরা গত সোমবার দুপুরে কদমতলীর বিক্রমপুর প্লাজার সামনের একটি ফলের দোকানদারের কাছে এক লাখ টাকা চাঁদা চান। তিনি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আশিকের নেতৃত্বে চাঁদাবাজেরা দোকানদারকে মারধর করেন। এ সময় তাঁর কাছে থেকে ফল বিক্রির ২০ হাজার টাকা ও পাশের আরেকটি দোকান থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন।
এ ঘটনায় আরিফুর বাদী হয়ে আশিক ও তাঁর সহযোগীর বিরুদ্ধে কদমতলী থানায় চাঁদাবাজির মামলা করেন। পরে রাতে অভিযান চালিয়ে আশিককে গ্রেপ্তার করে পুলিশ।