হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও তাঁর স্ত্রী আয়েশা ফেরদৌসসহ পাঁচজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া অপর তিন ব্যক্তি হলেন মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী, মাহতাব আলী এবং মেয়ে সুমাইয়া আলী।
মোহাম্মদ আলী গত ১০ আগস্ট নৌবাহিনীর হাতে আটক হয়ে কারাগারে আছে।
দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে দেখছে তারা। সাবেক এই সংসদ সদস্য সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানতে পেরেছে দুদক।
শুনানি নিয়ে আদালত মোহাম্মদ আলী ও তাঁর স্ত্রী আয়েশা ফেরদৌসসহ পাঁচজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।