অপরাধ
এসআইয়ের কাছ থেকে ‘ঘুষ’ নেন ২ কনস্টেবল
পুলিশ কর্মকর্তার কিশোর ছেলের কাছে মাদক পাওয়া গেছে—এ দাবি করে র্যাব পরিচয়ে টাকা নেন দুই কনস্টেবল।
পুলিশের একজন উপপরিদর্শকের (এসআই) কিশোর ছেলের কাছ থেকে র্যাব পরিচয়ে টাকা ছিনিয়ে নিয়েছেন দুই কনস্টেবল। ছেলের কাছে মাদক পাওয়া গেছে জানিয়ে ওই উপপরিদর্শকের কাছ থেকে এক লাখ টাকাও দাবি করেন তাঁরা। পরে তাঁদের বিকাশ নম্বরে ১০ হাজার টাকা দেন তিনি। অবশ্য আদালতে এই দুই কনস্টেবল নিজেদের নিরপরাধ দাবি করেছেন।
গত শনিবার ওই দুই কনস্টেবলকে গ্রেপ্তার করে উত্তরা-পূর্ব থানার পুলিশ। তাঁরা হলেন মেহেদী হাসান (২৭) ও সোহেল রানা (২৮)। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পরদিন রোববার তাঁদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
রাজধানীর একটি কলেজে উচ্চমাধ্যমিকে পড়া ছেলের কাছ থেকে সাত হাজার টাকা ছিনিয়ে নেওয়াসহ বিকাশে টাকা নেওয়ার অভিযোগে দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ৯ জানুয়ারি মামলা করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন খান।
ছিনতাইয়ের অভিযোগে মামলা ও গ্রেপ্তার প্রসঙ্গে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস প্রথম আলোকে বলেন, দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পর তাঁদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার এজাহারের অভিযোগ অনুযায়ী, সরোয়ার হোসেন নীলফামারী পুলিশ লাইনসে কর্মরত। তাঁর পরিবারের সদস্যরা রাজধানীর দক্ষিণখান এলাকায় বসবাস করেন। তাঁর ছেলে ৪ জানুয়ারি উত্তরা পূর্ব থানাধীন জসীমউদ্দীন সড়কে যায়। তখন র্যাব পরিচয়ে দুই ব্যক্তি ওই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ছেলেটির পকেটে থাকা সাত হাজার টাকা কেড়ে নেন তাঁরা।
এজাহারে আরও বলা হয়, ছেলেটির হাতে থাকা মুঠোফোন খুলে (আনলক) দিতে বলেন র্যাব পরিচয় দেওয়া দুই ব্যক্তি। তবে তাতে রাজি না হওয়ায় মুঠোফোনটি ভেঙে ফেলা হয়। পরে তার বাবার কাছে ফোন দেন ওই দুই ব্যক্তি।
সরোয়ার হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, র্যাব পরিচয় দিয়ে ছেলেকে আটক করা দুই ব্যক্তি তাঁর কাছে এক লাখ টাকা দাবি করেন। তাঁরা বলেছিলেন, ছেলের কাছে মাদক পাওয়া গেছে। যদি তিনি টাকা না দেন, ছেলেকে মাদক মামলা দিয়ে চালান দেওয়ারও হুমকি দেন। বাধ্য হয়ে তিনি ওই দুই ব্যক্তির দেওয়া বিকাশ নম্বরে ১০ হাজার টাকা পাঠান। পরে তাঁর ছেলেকে ছেড়ে দেওয়া হয়।