বসুন্ধরা আবাসিক এলাকায় পাওনা টাকার জন্য তরুণকে হত্যার অভিযোগ
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম তৌহিদুল ইসলাম (১৯)। পুলিশ সূত্রে জানা গেছে, পাওনা টাকার জন্য তৌহিদুলকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে জুয়েল রানা (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে ফোন করে তৌহিদুলকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডেকে নেন জুয়েল নামের একজন। রাত হলেও তৌহিদুল বাসায় না ফেরায় তাঁর বাবা নবী হোসেন ছেলের মুঠোফোনে কল করে বন্ধ পান। রাতেই অপরিচিত একটি নম্বর থেকে তাঁকে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না পেলে তৌহিদুলকে হত্যা করার হুমকি দেওয়া হয়।
এরপর রোববার বসুন্ধরা আবাসিক এলাকার একটি খোলা জায়গা থেকে তৌহিদুলের লাশ উদ্ধার করে পুলিশ। তৌহিদুলকে হত্যার ঘটনায় তাঁর বাবা নবী হোসেন বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা করেছেন। এ মামলায় অভিযুক্ত জুয়েলকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীম প্রথম আলোকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন জুয়েল।
ডিএমপির বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার রাজন কুমার সাহা প্রথম আলোকে বলেন, তৌহিদুলের কাছে ১০ লাখ টাকা পেতেন জুয়েল। সেই পাওনা টাকা না পেয়ে তাঁকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন আসামি জুয়েল। পুলিশ সব তথ্য যাচাই–বাছাই করছে।