কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে স্কুলব্যাগে ৩৩ হাজার ইয়াবা
রাজধানী ঢাকার বিমানবন্দর স্টেশনের কাছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে ৩৩ হাজার ৫০০ ইয়াবা বড়ি জব্দ করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। পুলিশ বলছে, ইয়াবার দাম প্রায় দেড় কোটি টাকা।
গতকাল শুক্রবার রাতে ট্রেনটি থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন আজ শনিবার প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ নম্বর বগিতে তল্লাশি চালানো হয়। এ সময় একটি স্কুলব্যাগে থাকা ৩৩ হাজার ৫০০ ইয়াবা বড়ি পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, মাদক কারবারিরা ট্রেনে ইয়াবা বহনের সময় পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য ইয়াবা এক জায়গায় রাখেন। নিজেরা অন্য জায়গায় বসেন। তাই ওই ব্যাগের মালিককে খুঁজে পাওয়া যায়নি। জব্দ করা ইয়াবার দাম প্রায় দেড় কোটি টাকা।