টেকনাফে মানব পাচারের টাকা নিয়ে দ্বন্দ্ব, বন্ধুর হাতে বন্ধু খুন
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘পাওনা টাকা’ চাইতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলির জানাজার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ করিম (৩০) নামের এ যুবক ওই এলাকার বাসিন্দা। তিনি নৌকার শ্রমিক ছিলেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত মোহাম্মদ করিম একই এলাকার নূর মোহাম্মদ ওরফে সুরিয়ার বন্ধু। তাঁদের বাড়িও পাশাপাশি। তাঁরা মানব পাচার চক্রের সদস্য হিসেবে পরিচিত। গতকাল রাতে নূর মোহাম্মদের কছে নৌকায় করে মানব পাচারের পাওনা টাকা চাইতে যান মোহাম্মদ করিম। এ সময় তাঁদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নূর মোহাম্মদ কোমরে থাকা ছুরি দিয়ে করিমকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে নূর মোহাম্মদ পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যান। পরে স্থানীয় ব্যক্তিরা আহত করিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্র দেব প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদ করিমকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। নিহত যুবকের পেটে ছুরিকাঘাতের চিহ্ন আছে। বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে লাশটি উদ্ধার করেন। এরপর আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।