কড়াইল বস্তিতে ভাড়াটের মারধরে বাড়ির মালিক নিহতের অভিযোগ

মারধরপ্রতীকী ছবি

রাজধানীর কড়াইল বস্তিতে ভাড়াটের মারধরে একজন বাড়ির মালিক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে বলে নিহত ব্যক্তির স্বজনেরা জানিয়েছেন।

নিহত বাড়ির মালিক মনি বেগমের (৩৫) স্বামী আনিস মিয়া বলেন, ভাড়াটে সুলতান কিছুদিন আগে তাঁর স্ত্রী মনি বেগমের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেন। কিন্তু টাকা ফেরত দিচ্ছেন না। আজ টাকা চাওয়াকে কেন্দ্র করে সুলতানের পরিবারের সঙ্গে তাঁর স্ত্রীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুলতান, তাঁর স্ত্রী ও ছেলে–মেয়ে মনিকে মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় মনিকে উদ্ধার করে মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে ভাড়াটে সুলতান, তাঁর স্ত্রী ও ছেলে–মেয়েকে আটক করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত মনি বেগমের গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলায়। তিনি কড়াইল বস্তির বেলতলা আদর্শ নগরে পরিবারের সঙ্গে থাকতেন।