ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে ২২ ছিনতাইকারীকে গ্রেপ্তার: র‍্যাব

ছিনতাইপ্রতীকী ছবি

ঢাকা ও গাজীপুরে গতকাল বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে ২২ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র‍্যাব। এ সময় তাঁদের কাছ থেকে ১৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজু (২৯), মো. রাশেদ (৪৮), মো. হৃদয় (২৩), মো. রনি (২৬), মো. নুরুজ্জামান (৩৬), সিফাত হোসেন (১৯) ও মো. রায়হান (১৮), মো. ইমন (২৪), রতন (২০), ইয়াসিন (২০), সোহেল রানা (২২), জাহিদ হাসান (২৮), মো. সাকিব (২৪), মো. ইমান ওরফে ইমাম হোসেন (২৬), মো. মারুফ (১৯), মো. পলাশ (২২), মো. শুভ (২২), মো. বাছির (২৪), মো. সাগর (২২), মো. আনোয়ার (৩৫), মো. আরিফ (২২) ও মো. শাহিন (৩৪)।

আজ বৃহস্পতিবার র‍্যাব-১০–এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সারা দেশে চুরি, ছিনতাই, ডাকাতি বেড়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব–১০ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। দেশের বিভিন্ন স্থানে কিছু দুষ্কৃতকারী, স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র‌্যাব-১০–এর আভিযানিক দল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গতকাল রাত ৯টা থেকে দিবাগত রাত একটা পর্যন্ত র‌্যাব-১০–এর লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল পুরান ঢাকার লালবাগ সেকশন এলাকাসহ আশপাশে অভিযান চালায়। এ সময় তাঁরা সাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত তিনটি সুইচ গিয়ার ও চারটি ছুরি জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব কর্মকর্তাদের বলেছেন, গ্রেপ্তার আসামিরা কিছুদিন ধরে লালবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকাপয়সা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ সম্পদ ছিনতাই করে আসছিল।  

র‍্যাব-১–এর অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে র‌্যাব-১–এর গোয়েন্দা অনুসন্ধানে রাজধানীর বিমানবন্দর, বনানী, রূপগঞ্জ, আবদুল্লাহপুর, টঙ্গী এবং গাজীপুরে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে বলে তথ্য পাওয়া যায়। ছিনতাইকারী চক্রের সদস্যরা প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়িতে করে টাকাপয়সা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনতাই করে জনজীবন অতিষ্ঠ করে তুলছে। এর পরিপ্রেক্ষিতে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করতে সক্ষম হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দিবাগত রাত পৌনে ১২টার দিকে র‌্যাব-১–এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কতিপয় সক্রিয় সদস্য ছিনতাই করার জন্য অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১–এর কয়েকটি আভিযানিক দল গুলশানের মাদানী অ্যাভিনিউ এলাকা থেকে গাজীপুর সদর থানার চতরবাজার এলাকা এবং বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ফুটওভার ব্রিজসংলগ্ন পাকা রাস্তার ওপর পৃথক বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের নেতা ইমনসহ (২৪) ১৫ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু, ছয়টি ফোল্ডিং চাকু ও একটি খুর উদ্ধার করা হয়।