শিশু ধর্ষণের ঘটনায় অটোরিকশাচালক গ্রেপ্তার
রাজধানীর আদাবরে ৯ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় সিএনজিচালিত এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বাড্ডার সাতারকুল এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাচালক সেলিমকে (৩৮) গ্রেপ্তার করে আদাবর থানা–পুলিশ।
আজ বুধবার দুপুরে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ১৪ মার্চ রাতে মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় অটোরিকশাচালক সেলিমের সঙ্গে ওই শিশু ও তার দুই বোনের সঙ্গে পরিচয় হয়। এ সময় সেলিমের সঙ্গে আরও একজন ছিলেন। পরে ঘটনাস্থল থেকে দুই বোন চলে গেলে শিশুটিকে ধর্ষণ করেন সেলিম ও তাঁর সহযোগী। পরে শিশুটি তার বোনদের ঘটনার বিস্তারিত জানায়।
আজিমুল হক বলেন, শিশুটিকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আদাবর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ঘটনার পর আমরা ২৩টি সিসি ক্যামেরার ফুটেজ দেখে একটি সিএনজি অটোরিকশা ও তার চালককে শনাক্ত করি। পরে বাড্ডার সাতারকুল থেকে সিএনজিসহ চালক সেলিমকে গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদে সিএনজিচালক আমাদের কাছে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশুটি এখন আগের চেয়ে একটু ভালো আছে। আমরা বলতে চাই, এটি একটি বিকৃত যৌনাচার। আমরা আজ সেলিমকে আদালতে পাঠিয়েছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে, মোহাম্মদপুর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মো. আজিজুল হক, আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জুবায়ের ও আদাবর থানার পরিদর্শক (অপারেশন) মো. নজরুল ইসলাম।