নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করে জালিয়াতি, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করে ভুয়া পরিচয়সহ নানাবিধ জালিয়াতির অভিযোগে জাফর ইকবাল (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে রাজধানীর খিলক্ষেতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির তথ্য বলছে, জাফর ইকবাল স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিচয়ে ভিজিটিং কার্ড, স্বাক্ষর ও সিল ব্যবহার করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সাধারণ মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।

র‍্যাবের ভাষ্য, গ্রেপ্তার জাফর ইকবালের স্থায়ী কোনো অফিস না থাকায় বিভিন্ন সময়ে ভাড়া বাসাকে অফিস হিসেবে ব্যবহার করেন। তাঁর বিরুদ্ধে গাইবান্ধার সাদুল্যাপুর থানায় মামলা রয়েছে।