মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
মহেশখালী-কুতুবদিয়া (কক্সবাজার-২) নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এবং তাঁর স্ত্রীসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বুধবার এ আদেশ দেন।
বাকি তিনজন হলেন আশেক উল্লাহ রফিকের স্ত্রী সাহেদা নাসরীন, গোরকঘাটা পৌরসভার সাবেক মেয়র মকসুদ মিয়া ও তাঁর স্ত্রী সরজিনা আক্তার।
দুদক আদালতকে লিখিতভাবে জানিয়েছে, সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ এবং গোরকঘাটা পৌরসভার সাবেক মেয়র মাকসুদ মিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে অস্ত্র সরবরাহ, বিভিন্ন সরকারি প্রকল্পে লুটপাট, হোটেল দখল, টেন্ডারবাজি, ইয়াবা ব্যবসাসহ নানাভাবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
এ ছাড়া আজ একই আদালত নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিদর্শক রিয়াজুল হক এবং তাঁর স্ত্রী তুহিন আরা বেগমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, রিয়াজুল হকের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি দেশত্যাগের চেষ্টা করছেন বলে জানা গেছে।