ঢাকায় পুলিশের ৫ দিনের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪৮
রাজধানীতে অপরাধ প্রতিরোধসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত সোমবার সকাল থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানের সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৭৪৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৪৮০টি মামলা করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার ফারুক হোসেন আজ রোববার প্রথম আলোকে বলেন, রাজধানীতে সব ধরনের অপরাধ দমনে মাসের কোনো একটি সপ্তাহ বেছে নিয়ে এ ধরনের অভিযান চালানো হয়। এবার ১ নভেম্বর থেকে ৬ নভেম্বর এ অভিযান চালানো হলো। অভিযানে ডিএমপির সব থানা, গোয়েন্দা বিভাগ ও সিটিটিসি সমন্বিতভাবে অংশ নেয়।
ডিএমপি সূত্র জানায়, বিশেষ অভিযানে ২ কেজি ৭৪২ দশমিক ৫ গ্রাম ও ১ হাজার ২০৭ পুরিয়া হেরোইন, ৪২ হাজার ৩১২টি ইয়াবা বড়ি, ১২৩ কেজি ৬৬৭ গ্রাম গাঁজা, ৫২৫ বোতল ফেনসিডিল, ১ ক্যান বিয়ার, ১ বোতল বিদেশি মদ, ৫৬ লিটার দেশি মদ, ২৮টি নেশাজাতীয় বড়ি ও ২০টি ইনজেকশন উদ্ধার করা হয়। এ ছাড়া ৫টি চাপাতি, ১২টি চাকু, ১টি চাইনিজ কুড়াল, ১টি ক্ষুর, ১টি পিস্তল ও ২টি গুলি জব্দ করেছে পুলিশ।